ভালোবাসতে মানা
অধরা আলো
ভালোবাসতে মানা জানি অযথাই মন পুড়ে
তবুও এই দুর্বোধ্য শহরে কেউ একজন সঙ্গী লাগে,
তুমি আছো সংগোপনে যাপিত জীবনে,
তবুও নিঃসঙ্গ একা এই ভুবনমোহিনীর নিরব কাননে।
ভাবনার অন্তর জালে বিরাজমান অবয়ব যাহার
সন্ধি তাহার সনে, প্রকাশিত আবেগ বন্ধী মন কুটিরে।
বাস্তববতায় কঠোর পৃথিবীর মানব আচরণে
ভালো লাগা ভালোবাসার মৃত্যু অনিবার্য।
নিরুপায় মিথ্যা শপথ অহেতুক বেদনার ভিড়,
কেনবা করবো জীবন অভিশপ্ত আর্তনাদের কোলাহলে।
নিরুত্তর, নিস্তব্ধ, ভালোবাসা কি বাঁধ মানে?
মানে কি কোন সন্ধি?
খুব বলতে ইচ্ছে করে ভালোবাসি তোমায়,
ভীষণ ভালোবাসি।
জলাঞ্জলি সকল চাওয়া পাওয়ার ভাঙচুর
হৃদয় কোণে।
ভালোবাসতে মানা জানি তবুও তো মন পুড়ে।