বুকের ভেতর এ কিসের তোলপাড়
আশরাফুল ইসলাম
বুকের ভেতর এ কিসের তোলপাড়
চারিদিকে দেখি কোন ভাঙা-গড়ার খেলা।
প্রতিদিনই খবর আসে স্বজন হারানোর
চেয়ে চেয়ে শুধু দেখি নিষ্ফল অপলক
একে একে তাই সবার কাছ থেকেই যেন
নিয়েছি বেছে স্বেচ্ছা নির্বাসন।
এখন শিল্প সংগীত নেই, সাহিত্যের সমঝদার নেই
চারিদিকে দেখি শুধু মেকি আয়োজন।
ক্রমাগত ক্রোধের আগুনে পুড়ছে পাহাড় সমতল
কুলাঙ্গারের উন্মত্ততায় মরছে নিরীহ তোফাজ্জল
শিল্পেও যেন ভর করেছে শকুনির তান্ডব
নৃত্য-কলার ছন্দে চলছে দখল পাল্টা-দখল
থেমে নেই কোকিলের বেশে কাকের আগমন
সর্বত্রই মূর্খরা করছে আজ জ্ঞানের বিতরণ ।
নদী ও প্রেমের মতো হারাচ্ছে মানবিকতা
অবিরত সোস্যাল মিডিয়ায় বাড়ছে নির্ভরতা।
বুকের গহিনে তাই এ কিসের উৎপাত
জলের ধারা বইলে যা হয়ত হতে পারতো
দীর্ঘ স্রোতস্বিনী সুবিশাল নায়াগ্রা জলপ্রপাত।