বিশ্বের বেকুব এশিয়ানরা
ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
ভারত বিশ্বের প্রচুর খাদ্য শস্য সরবরাহ করে, তুলা ও তারা শীর্ষে, বিশেষ করে আফ্রিকার ৪০% খাবার ভারতের সরবরাহ। রাশিয়া গম রপ্তানিতে বিশ্বের শীর্ষে, বিশ্বের ৪২% সূর্যমুখী বীজ তেল রাশিয়া সরবরাহ করে, “সমৃদ্ধ ইউরেনিয়াম” শুধু মাত্র রাশিয়া তৈরি করে, জাপান ও রাশিয়া থেকে ট্রাউট ফিশ আমদানি করে! চায়নার জিডিপি আমেরিকার পরেই। যুক্তি প্রযুক্তি অস্ত্র ‘পরমাণু সাবমেরিন’, ‘পরমাণু বাহী মিশাইলে’ এশিয়া, N A T O থেকে সমৃদ্ধ! তেল-গ্যাসে রাশিয়া নির্ভর পুরা ইউরোপ! প্রথম সারির তিন সুপার পাওয়ার রাশিয়া চায়না ভারত পাশাপাশি এশিয়া মহাদেশে, সূদুর সাতসমুদ্র তের নদী পাড়ি দিয়ে এসে মার্কিন ছড়ি ঘুরায় এশিয়ার উপর অথচ ২৪ টা আরবীয় মুসলিম দেশ সবাই পরমাণু অস্ত্র লালন পালানে সক্ষম! তেল সমৃদ্ধ তারা। ইরান প্রযুক্তিতে কল্পনাতীত অগ্রগতি ঘটিয়াছে! তারপর ও মার্কিন তোয়াজ জর্ডানের মত মুসলিম দেশ করে যাচ্ছে!
প্রিয় পাঠক, সৌদি আরব ১৯৭০ দশকে অগাচন্ডীর মত যে চুক্তি করেছিলো আমেরিকার সাথে সে চুক্তির মেয়াদ শেষ হয়েছে! মার্কিন তোষামোদ ও প্রেসার আছে সে চুক্তি নবায়নের কিন্তু “মোহাম্মদ সালমান” তাদের আকুতি মিনতি প্রেসার প্রত্যাখ্যান করেছেন! লেখকের সেলুট গ্রহন করুন “সৌদি যুবরাজ!”
কি চুক্তি ছিলো তা শুনলে আপনার আক্কেল গুড়ুম হবে!
১. সৌদি তেল ডলারে বিক্রি করতে হবে!
২. তেল বিক্রির উদ্বৃত্ত অর্থ মার্কিন শেয়ার বাজারে খাটাতে হবে!
৩. মার্কিন সৌদির এই বদান্যতায় তাকে অস্ত্র দেবে সুরক্ষা দেবে! অস্ত্র দেবে বিনামূল্যে না, পরোক্ষ ভাবে বললে দাড়ায় অর্থ দিয়ে তাদের অস্ত্র কিনতে হবে আর তাই মার্কিন সারাবিশ্বে বিক্রিত অস্ত্রের ৩৭% সৌদি আরবে ঢুকিয়ে দিতো, ভয় দিতো জুজুবুড়ি ইরানের! তেলে সৌদি আরবের রয়েলিটি ৫০ বছর ধরে খাচ্ছে আমেরিকা! গোমূর্খ এশিয়ার মুসলমান কেমন অনুমান করুন!
যে মুসলমান গনিতের জনক, ভূগোলের জনক, দর্শন, পদার্থ বিদ্যা, রসায়ন, যুক্তি বিদ্যা, শল্যবিদ্যা চিকিৎসা এসবের জনক আবিস্কারক মুসলমান! সভ্যতা ও মুসলমান থেকে শুরু।
মিশরীয় সভ্যতা, ব্যাবিলীয়ন সভ্যতা, সিন্ধু সভ্যতা সব ই মুসলমান থেকে শুরু সেই মুসলমান এমন ঘটিরাম কর্ম করলে সে কষ্ট রাখা দায়। দক্ষিণ এশিয়া তো কওমি হুজুর দের দখলে, যারা বলেন, “বিজ্ঞান শিক্ষা হারাম” নারীর স্হান হেরেম! একদিন ভ্যান চালক ও চীন থেকে আনতে হবে কারন ভ্যান ও প্রযুক্তি গত উন্নত হচ্ছে রোজ রোজ!
সৌদি আরব সহ অনেক দেশ ডলার ছেড়ে B R I C S এর সদস্য হতে যাচ্ছে। বাংলাদেশ কে সদস্য করার প্রস্তাব দিয়েছে ব্রাজিল!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন। মুসলমান ধর্ম বৈষম্য ভুলে ধর্মনিরপেক্ষ ভাবে ব্যবসাবানিজ্য বিজ্ঞান শিখবে দরকার হলে সূদুর চীনে যেয়ে, এটা মহানবীর শিক্ষা!
লেখক: কবি ও প্রাবন্ধিক এবং রাজনৈতিক বিশ্লেষক।