বিবর্ণ স্বপ্ন। কবিতা। জান্নাত সীমা। প্রতিবিম্ব প্রকাশ।
বিবর্ণ স্বপ্ন
জান্নাত সীমা
যদি পথে হারাই, পথ থেমে যাবে
হঠাৎ জমে যাবে সিন্ধুর লোনা জল
নির্বাক পাহাড় পাথর হয়ে যাবে
সবুজে কঠিন আগ্নেয় শিলা!
যদি ডানা মেলি, উড়তে চাই
ফিকে হবে মাছরাঙার মখমল শরীর
ধোঁয়ায় ধোঁয়ায় ছেয়ে যাবে আকাশ
পথ হারাবে মহাকাশগামী মহাযান।
দিনের দ্বিভাগে এসে যদি পড়তে চাই
পৃথিবীর পুরোনো সেই পান্ডুলিপি,
এখানে আলো এসে থেকে যাবে
ছাদের শেষ মাথায়, কোনো মধ্যদুপুরে
রুপান্তরিত কাক ডানা ঝাপটে বসবে
বিবর্ণ রেলিংয়ের ধার ঘেঁষে।
এখানে ভালোবাসা প্রাগৈতিহাসিক
শ্যাওলায় ঢাকা যেন জীবন্ত ফসিল
যুগ যুগ ধরে ল্যাবে বন্দি
কষ্টের এসিডে ডোবা নীল লিটমাস পেপার।
এখানে সব না পাওয়া ম্লান হয়
ছায়া হয় বিকেলের নেশাতুর রোদে।
স্বপ্নরা নকশা আঁকে ডাহুকের ডানায়
রাত এসে ঢেকে দেয় সব লজ্জা
সুরভিত হয় হাস্নাহেনার সাদার মায়ায়।