বিজয় দেখেছি
তানিয়া ঊষা
বিজয় দেখেছি বাংলার চোখে ভোরের আলো মাটি ছোঁয়ার সুগন্ধে;
খোকা হারা মায়ের নিদারুণ কান্না, নীরব প্রার্থনা রক্তাক্ত আঁচল স্কন্ধে।
বিজয় দেখেছি শহর গ্রামে,পথে প্রান্তরে মাঠে-ঘাটে-
কিশোরীর হাতে, পদ্মবনে, নারিকেল ঝাড়ে শর্ষেক্ষেতে।
বিজয় দেখেছি চঞ্চল শিশুর হাত পা ছোড়ার ছন্দে;
বিজয় দেখেছি বাংলার চোখে মহা মুক্তির আনন্দে।
বিজয় দেখেছি রক্তমাখা লাল রাজপটি,
বিজয় দেখেছি অলিতে-গলিতে রক্ত রাঙা মাটি
বিজয় দেখেছি কৃষকের হাতে কাস্তে লাঙলে;
বিজয় দেখেছি পাখির গানে ও ছন্দ তালে।
বিজয় দেখেছি শাহবাগের মোড়ে, টিএসসির খোলা প্রান্তরে;
বিজয় দেখেছি ভরা বিকেলে নাটাই হাতে উড়াল ঘুড়ির শব্দ অন্তরে।
দেখো বিজয় নিশান উড়ে ওই ষোলোই ডিসেম্বরে,
এসো গাই তাদের জয়গান করি মোরা বারেবারে।
জেলা: টাঙ্গাইল।