৪৬ বার পড়া হয়েছে
বিজয়ের উল্লাস
ইফ্ফাত জাহান চৌধুরী
সবুজের ভিতরে লাল
রক্তে মিশে আছে
বিজয়ের উল্লাস
আজ হলো বিজয়ের ৫৩ বছর
আনন্দে ভরে উঠুক সকলের প্রাণ
দেশের জন্য দিয়েছে
অনেক তাজা প্রাণ
ঝরেছে অনেক রক্ত
লাঞ্চিত হয়েছে মা-বোন
তাদের প্রতি সম্মান জানিয়ে
আমার প্রিয় বাংলাদেশ
তোমাকে ভালোবেসে
ভালো রাখবো
এই প্রতিজ্ঞা নিয়ে
এগিয়ে যাবো
সামনের দিকে
তোমায় অনেক ভালোবাসি।
_________________
সবাইকে মহান দিবসের শুভেচ্ছা
ইফ্ফাত জাহান চৌধুরী
১৬/১২/২০২৪ .