১৬৮ বার পড়া হয়েছে
বিজয়
ফরিদা বেগম
বিজয় মাসে, আনন্দে উল্লাসে
বাংলার মাঠ পথ প্রান্তরে।
বিজয় পতাকায় সাজে।
পূর্ব দিগন্তে লাল সূর্য ভাসে।
রক্তভেজা মুক্তিসেনারা হাঁসে।
এমনি করে প্রতি ১৬ ডিসেম্বর,
স্বপদ নেব বিজয়ের বীজ বুনবার।
হে বীর মুক্তিসেনার দল
তোমরা যেমন বিজয়ের হাসি হেসে,
ফিরে আসেনি ঘরে, বিলিয়েছ প্রাণ।
তোমাদের রক্তের বিনিময়ে আমরা দেব,
মায়ের হারানো নোলক আর ভালোবাসার দাম।
১ Comment
সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় ছিনিয়ে আনার জন্য যারা প্রাণ দিয়েছিলেন সেই বীর শহীদদের জন্য রইল আমার অতল শ্রদ্ধা।