গতকাল ০৬-০১-২০২৩ তারিখ শুক্রবার মুন্সিগঞ্জ জেলার (গজারিয়া), মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে, ‘জাগ্রত সাহিত্য পরিষদ’ কর্তৃক আয়োজিত সাহিত্য সম্মেলনে বাস্তববাদী কবি আবুল খায়ের-কে ‘প্রয়াস গ্রুপ সাহিত্য পদক’ (গোল্ড মেডেল) প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
নাহিদ রোকসানা, বীর মুক্তিযোদ্ধা।
জাভেদ নাসিম (সর্বোচ্চ রক্ত দাতা, চেয়ারম্যান: থ্রিডি গ্রুপ)
নাজনিন সুলতানা লুনা, (প্রেসিডেন্ট জাগ্রত সেবা)
নাসির উদ্দিন বুল বুল (মহাসচিব জাতীয় সাংবাদিক সোসাইটি)
মিডিয়া ব্যাক্তিত্ব কবি আসাদ কাজল (বইপত্র: এটিএন নিউজ)
মোসলে উদ্দীন (প্রতিষ্ঠাতা/সভাপতি: প্রিয়জন)
সৈয়দ রনো (কবি ও সম্পাদক: আলোকিত প্রতিদিন)
উত্তম কুমার দেবনাথ (শব্দের যাদুকর, কবি ও সংগঠক)
রশিদ চৌধুরী (কবি ও সম্পাদক: বাংলাদেশ বার্তা)
মন্জু খন্দকার (কবি ও সম্পাদক)
পল্লব রিবুলেট (কবি ও দার্শনিক)
আব্দুল গনি ভূঁইয়া (সহ -সভাপতি, আন্তর্জাতিক কাব্য পরিষদ)
হাসিনা মমতাজ (অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক)
প্রধান অতিথি ছিলেন: মাহমুদুল হাসান নিজামী
পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন : মঞ্জুর হোসেন ঈসা