বাংলা মা আমার
আশিস সরকার
বাংলাদেশের সকল মানুষ
আমার অতি প্রিয়,
মাগো আগামীতে জন্ম আমার
বাংলাদেশে দিও।
মাগো তোমার কোলে জনম আমার
তোমার স্নেহের আচল মায়ায়,
বাঙালী হয়েই জন্মি যেন
সবুজ শ্যামল ছায়ায়।
মন্দিরেতে বাজুক শঙ্খ
কাঁসর ঘন্টা উলুধ্বনি,
নামাজ আজান এক সুরে সুর
সব বাঙালির জয় ধ্বনি।
ভাগাভাগি ভাঙা-ভাঙি
রক্ত গঙ্গা কেন ?
তুমি আমি এক রক্তের
এক ভাষারই জেনো।
ধর্ম থাকুক ধর্মের সাথে
নিঃশ্বাস গেলে – শব,
চিতায় কিম্বা গোরস্থানে
এমন কেন কলরব!
খিদের জ্বালা শিক্ষা স্বাস্থ্য
সবার যদি এক,
কোথায় ছিলি কোথায় এলি
চোখটি মেলে দ্যাখ।
এক রক্ত বইছে শিরায়
সবার রক্ত লাল,
তবুও কেন আজ ভেদা-ভেদ!
কবে আসবে সেই সকাল ?
আকাশ পাহাড় নদীর মতো
পাখীর মতো হও উদার,
জন্মভূমি বাংলা আমার
বাংলা মায়ের গর্ভ যার।
শুনতে পাচ্ছো ?
কাঁদছে আমার বাংলা মা
হও বাঙালী এক বাঙালী
হারিয়ে যাচ্ছি আমরা কেন
কাঁদছে কেন সোনারগাঁ।
আমি হিন্দু ও নই
মুসলিম ও নই
মানুষ আমি, মানুষ হই
বাংলা মা কে ভালোবাসি
বাংলা মা যে কাঁদছে ঐ।
আমার বাংলা এপার-ওপার
পদ্মা- গঙ্গা নদী,
বুকের ভিতর উথাল পাথাল
যন্ত্রণায় ছটফট করি, নিরবধি।
আমার বাংলা রহিম চাচার
আমার বাংলা রাম এর,
আমার বাংলা রবি-নজরুল
পুরুতঠাকুর ইমামের।
বাংলাদেশের সকল মানুষ
আমার অতি প্রিয়,
মাগো আগামীতে জন্ম আমার
বাংলাদেশে দিও।
__________
পশ্চিমবঙ্গ, ভারত।