২৭১ বার পড়া হয়েছে
বাংলা আমার মা
[ যুথিকা বড়ুয়া ]
বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার মা
মাতৃভাষা বাংলা আমার
কি যে গড়িমা
বাংলা আমার মা।
বাংলা মায়ের সন্তান ছিল
সহ্য শক্তি বীর
ছিনিয়ে বাংলা দিয়েছে প্রাণ
করেনি নত শীর
আজকের দিনে দুঃখ পাই
ওমা আজকের দিনে দুঃখ পাই
নেই যার সীমা
বাংলা আমার মা।
শহীদ হয়েছে শূন্য করে
মা জননীর কোল
ধন্য ওরা পণ করে যে
হয়েছে সফল।
ইতিহাসের পাতায় লেখা
থাকবে চিরদিন
রক্তের বিনিময়ে বাংলা হয়েছে স্বাধীন
শ্রদ্ধা জানাই আমরা তাঁদের
ওমা শ্রদ্ধা জানাই আমরা তাঁদের
নেই যাঁর উপমা
বাংলা আমার মা।
বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার মা।
__________
টরেন্টো। কানাডা।