বাংলাদেশ সরকার প্রধানের পলায়ন
ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তারিখ: ০৫.০৮.২০২৪
কোন দেশের সরকার প্রধান কে তখন পলায়ন করতে হয় যখন জনগণের কাছে দাঁড়াবার আর সাহস থাকে না! সত্যি কথা বলতে কি, যিনি আজ দুপুর দু’টোর (অনুমান) দিকে দেশ ছাড়লেন তিনি এতোই চাটুকার, দুর্বৃত্ত, দুর্নীতিবাজ পরিবেষ্টিত হয়ে গেছিলেন যে নিজেই নিজের অবস্থান বুঝতে অক্ষম হয়ে গেছিলেন! লজ্জা শরমের মাথা খেয়ে যখন কোন দেশের প্রধানমন্ত্রী পাবলিকলি বলেন,”আমার পিয়ন ও চারশো কোটি টাকার মালিক হয়ে গেছে” তখন বোঝা যায় তিনি স্বাভাবিক মানসিক ভারসাম্য হারিয়েছেন! স্বাস্হ্য অধিদপ্তরের ড্রাইভার ২০০ কোটি টাকা, পিএসসি’র ড্রাইভার ৪০০ কোটি টাকার মালিক, তা হলে তাদের উপরস্থরা সাধু এমনটা ভাববে জনগন, তেমন তদানীন্তন প্রধান মন্ত্রী কেন জনগন কে এতটা বোকা ভাবলেন? কোমল মতি ছাত্রদের “রাজাকার” বলা, আগ্নেয়গিরির জ্বালামুখে বসে (উত্তাল রাজপথ তখন) কোন রাজনৈতিক দল কে নিষিদ্ধ করা, ডঃ ইউনূস কে বার বার অপমান করা, মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে মোটেই
দৃষ্টি না রাখা, চীনকে অখুশি করা, ভারত কে যা কিছু দেয়া তা সংসদে আলোচনা না করা, ব্যাংকগুলো লুট পাটের বিচার না করা, ৩৯ মামলার আসামি কে দেশ ত্যাগ করতে দেয়া, সবকিছু নজরে আনলে ভারসাম্য হারিয়েছেন মনে করার যথেষ্ট কারন পাওয়া যায়!
কোথায় পালালেন তিনি? ১৯৮১ সালে যে ভারত থেকে ফিরে এসেছিলেন এমনি বৃষ্টি ঝরা বিকেলে তেজগাঁও বিমানবন্দরে তেমনি বৃষ্টির মধ্যে ঠিক সে-ই দেশে যে দেশের দালাল বলে আওয়ামীলীগকে! শেখ হাসিনাকে রিসিভ করতে অনেক লোক ছিলেন যারা আওয়ামীলীগ করতেন না, শুধু সহানুভূতির জন্য, মা-বাবা ভাই হারা মেয়েটা! আমি নিজেও গেছিলাম এত লোকের ভিড়ে!
১৯৯৬ তে ক্ষমতায় আসার পর আর যাইনি কোন দিন! আসলে সেই শেখ হাসিনা হারিয়ে গেছিলেন লক্ষ দালাল চাটুকার দুর্নীতিবাজের ভিড়ে! মুজিবের সাথে দশবার দেখা করতে পেরেছি আগ্রহ হারাইনি!
একজন রাজনৈতিক নেতা জনগন থেকে বিছিন্ন হচ্ছেন কিনা যখন উপলব্ধিতে না রাখেন তখন তাকে স্বৈরাচার উপাধি তে ভুষিত হতে হয়! পালাতে হয় দেশ ছেড়ে, জাতির জনকের কন্যা সে মর্যাদা রক্ষা করতে পারলেন না! স্বৈরাচার উপাধি নিয়ে পালাতে হলো! একি লজ্জা? মুজিব কি দেখছেন ওপারে বসে? জনগণের কাছে দাঁড়াবার আর কোন সাহস কি অবশিষ্ট থাকলো?
তার আত্মীয়স্বজন কি এদেশের কোন অপরাধে জড়িত হন নাই, কোন অর্থ পাচার করেন নাই? তার নৌকা প্রতীকের ইউনিয়ন “চেয়ারম্যান গন” কোটিপতি প্রায় সবাই , তারা হচ্ছেন সাংসদদের কামাইর পুত! শালিসি লোকাল নিয়োগ ভূমিদস্যুতা জরিপ বানিজ্য সব জায়্গায় ইউনিয়ন চেয়ারম্যান রা বানিজ্যের সওদাগর!
বিগত প্রধানমন্ত্রী, মুজিব কন্যা কি কাউকে ধমক দিয়েছিলেন কখনও জানা অজানা লম্পটদের?
কোন রাজনৈতিক দলের নেতা ক্ষমতায় এসে ইতিহাসের শিক্ষা মনে রাখেন না! বার্মার জাতির জনকের কন্যা অং সান সুকি, বাংলাদেশের জাতির জনকের কন্যা শেখ হাসিনা, দঃ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার দলকেও এবার সাংসদ লোন করে ক্ষমতায় আসতে হলো!
সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন!
ক্যাপশন ঃ
রক্ত বৃথা যায় না।