বসন্ত প্রেম
(এটিএম ফারুক আহমেদ)
১লা ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ,
১৪.০২.২০২৩ইং
তোমায় হয়তো না-ইবা পেলাম
একটি সুন্দর জগত তো পেলাম
তোমার প্রেম শিখা না হয় দুঃখই দিলো
না হয় ধরা দিয়েও অধরাই রয়ে গেলে
জগত তো আমায় বঞ্চিত করেনি মোটে
প্রতিদিন সূর্য ওঠে আলো বিতরণ করে সমভাবে
গরীব দুঃখী, সুজন কূজন নিয়ে সে কি ভাবে
ভবের লীলায় চন্দ্রকিরণ কিরণ দিয়ে যায়
অন্ধকার যখন আসে, সকলের তরে আসে
বিশ্রামে নিয়ে যায় সকলে
খাটিয়ায় শুয়ে, মাদুরে পড়ে, মাটিতে লুটিয়ে
সকলে ঘুমিয়ে পড়ে যায় ভিন্ন এক জগতে
প্রত্যূষে কেহ ওঠে, কেহ আর না-ই ওঠে
চলে যায় ওপারে একটি সুক্ষ্ম পর্দার ওপর প্রান্তে
যেখানে মৃত্যু অপেক্ষা করে
তোমার প্রেম কখনো দীপশিখা হয়ে দীপ্তি ছড়ায়
আবার কখনো মৌমাছির হূল হয়ে হূল ফোটায়
তবুও বসন্ত ঘুরে ঘুরে আসে ফিরে
তুমি হয়তো আসো না, প্রেম তো দহন জ্বালা নিয়ে আসে
আমারও দিন কাটে, তোমারও দিন যায়
ভালোবাসা হয়ত চাঙা হয় না আর
তবুও বসন্ত, ওরে বসন্ত তোর দহন জ্বালা সয়ে আমার দিন যায়,
মাস যায়, বছর যায়
আবার জীবনও একদিন চলে যায়
যে প্রেম দাগা দেয়, সে-ই প্রেমের মাহাত্ম্য
প্রথমা বসন্তের মতো হয়ে আর আসে না কেন
আর কেন প্রৌঢ়ত্ব যৌবনে ফের না তুমি
এতো নিষ্ঠুরতার আবরণে ঢাকা থাক তুমি!
তখন আমি প্রকৃতির কাছে ফিরে যাই
তার বিচিত্র শোভার সমারোহ দেখি
আকাশ জুড়ে সে বিরাজ করে দিনের নীলিমায়, রাতের জ্যোছনায়
আঁধারের আড়ালেও সে স্বরূপে নিজেকে বিকায়
তুমি যেমন আলো আঁধারিতে বোল পাল্টাও
চোখের ওপরে রঙিন চশমা লাগাও
আমি শস্যক্ষেতের শ্যামলিমায় বন বাদাড়ের বৈচিত্র্য দৃশ্যে,
দৃশ্যের পর দৃশ্য দেখি
নদী সাগর, জীবজগত, জড়জগত নয়ন ভরে দেখি
আমায় নিয়ে আমি ভাবি
আমার আমিতে নিতুই বিরাজিত রহ প্রভু তুমি।