২৫২ বার পড়া হয়েছে
বলতে গেলেই মহাবিপদ
দেবদাস হালদার
এমন অনেক কথা আছে
কখনো তা
যায় না কাউকে বলা?
আর বলতে গেলেই মহা
বিপদ!
চালান দেয়
কেউ গজারি কাঠের চলা?
সন্দিগ্ধ এ মনটাও তখন
একটু হলে ও
দোটানাতে ভীমড়ি খায়!
পরিশেষে সব কিছুতেই
আসে দ্রুত
স্থবিরতার অনেক দায়?
তারপরেও থাকে কিন্তু
লোকলজ্জার ওই
উল্টো সিধে উটকো ভয়?
শেষ অবধি টেণ্ডলের হয়
পোয়াবারো আর
মজাও সে হাতিয়ে লয়?