ফিরে দেখা
কে থাকে বলো তো!
যখন বিষন্নতার সাথে তোমার আলিঙ্গন ঘটে,
তুমি গভীর রাতে অন্ধকার ঘরের জানালাটা খুলে
দূরের ওই আকাশপানে তাকিয়ে থাকো
আর তোমার চোখের কোণে জমতে থাকে এক হ্রাস কালো মেঘ।
তখন তুমি কাকে অথবা কাদের পাশে পাও?
ক’জন জানতে চায় মনের খবর?
যখন অপ্রাপ্তি ও ব্যর্থতার ধূসর বিবর্ণ যাতনা তোমায় গ্রাস করে,
তুমি নিশি রাতে চেনা পথে অচেনা হয়ে একাকী হাঁটো আর
বাতাসে মিলিয়ে যায় তোমার চিরচেনা দীর্ঘশ্বাস।
তখন তুমি কাকে অথবা কাদের সেসব জানাতে পারো?
কে নেয় তোমার মনের যত্ন?
যখন অগোছালো সব না বলা কথা ও স্মৃতি,
তোমার ভেতরটা উলোট পালোট করতে থাকে,
তুমি কত রাত পার করে দাও না ঘুমিয়ে আর
নিয়ন বাতির আলোর মাঝে গোছাতে চাও স্মৃতির আলোকছটা।
তখন কে অথবা কারা গুছিয়ে দিতে চায়?
কে বোঝে বলো তো?
যখন কারোর কথার ঝাজে পুড়ে যেতে থাকে তোমার অন্তর,
তুমি দুমড়ে মুচড়ে ভাঙতে থাকো ভিতরে,
তুমি ভাবতে-ভাবতে গল্প কিংবা কবিতা সাজাও আর
তোমার চোখ বেয়ে জল পড়ে।
তখন তুমি কাকে অথবা কাদের বোঝাতে পারো?
বেলা শেষে ফিরে দেখো;
নিজেকে ছাড়া আর কোন মানুষ খুঁজে কি পাও?
সত্যি পাবে না তুমি কাউকে,এই আমাকে ছাড়া।
কানাডা, ১৩-১১-২০২২
অভিমানে তুমি যখন
চাইলে তুমি আসো কাছে, চাইলে থাকো দূরে!
কেমন তোমার এই মন, কেবল তুমিই তা জানো!
সেই ভালো, যেমন তোমার ইচ্ছে, মন চাইলে দূরেই থাকো!
আমি শুধু পাগলের মত,কেন যে আকুল থাকি !
ফিরে ফিরে কেন যে ডাকি, অভিমানে পথটি চেয়ে থাকি!
দিনে-রাতে কেন যে, মনে মনে, হাতে হাতখানি রাখি !
কিবা এসে যায়, তোমার তাতে,কোন দায় নেই জানি!
সে আমারই আপন দহন, তুমি তো থাকো তোমারই মতন!
চাইলেই আসো কাছে,চাইলেই থাকো দূরে!
আমার আকুলতা তোমাকে, না ছোঁয় যদি, সে তো তোমার ভুল নয়!
আমার অগভীর চাওয়া,
পারে না ছুঁতে তোমায়, সে আমারই ভুল!
মনে মনে আমার, দহনে দহনে, শরীর পুড়ে যায়!
পুড়ে আসমুদ্র, মনের অতল ভূমি, যা তুমি কখনো দেখনি!
তাই তো অভিমানে, আজ ও বলা হয়নি, কি মায়ায় জড়ায়ে দিয়েছো আমায়!যা কেবল বলে যায়,
অভিমানে বুকের মাঝে, জড়ায়ে রাখে তোমার দহন গুলো!
অভিমানে অভিমানে যায় যে,
সকাল, দুপুর, বিকেল আর রাত্রির মায়া!
কানাডা: ১৪-১১-২০২২
১ Comment
তসলিমা হাসানের লেখনীর সাবলীল ভংগী এবং সহজিয়া শব্দচয়ণ বরাবরই মুগ্ধ করে আমাকে৷