২৬৩ বার পড়া হয়েছে
বছর শেষে।
।। সুরমা খন্দকার।।
বহু সংখ্যক মানুষ ভুল ভ্রান্তি
ঝেড়ে বুক বাঁধে আশে।
কিছু ভুল পুরোনো দিনের মতো রয়ে যায়,
স্বপ্নের মতো স্মৃতির আনাচে কানাচে।
পুরোনো সূর্য উঁকি দেয় পুরোনো আকাশে।
বেদনার বেহালায় পুরোনো সুর অস্ফুট।
কথা থাকে না ভোলার।
দিন যাবে, রাত যাবে বেহিসাবি চেতনার।
জীবন যদি এক রত্তি, বছর তার শূন্য।
হিসেবের পাণ্ডুলিপি না পাওয়াই পূর্ণ।
বছর শেষে সিন্ধু বুকে জেগে থাকে নিঝুম এক দ্বীপ।
চাওয়া পাওয়ার হিসেব নেই দোদুল্যমান স্বপ্ন বেড়াক নিশ্চুপ।
তবু থাকে কিছু পাওয়া সুক্ষ্ম অনুভবে অনুমতি ছাড়া।
তবুও বদলায় কি কিছু, ক্যালেন্ডারে সংখ্যা ছাড়া???
২ Comments
Very nice….osadharon
অনেক সুন্দর হয়েছে❤️