ফেসবুক অনলাইন
তসলিমা হাসান
যাদের সাথে কোন দিন দেখা হয়নি
হবে কি না তারও নেই নিশ্চয়তা,
ফেসবুক অনলাইনে অনেকের সাথেই
বন্ধুত্ব হয়ে গড়ায় হৃদ্যতা।
ফেসবুক যোগাযোগের অনন্য মাধ্যম
যা দূরের মানুষকে করে আপন,
ফেসবুকের মাধ্যমে আলাপচারিতায়
কখনো দেয়া নেয়া চলে মন।
ফেসবুকে চলে তথ্য আদান প্রদান
কতো অচেনা হয়ে যায় চেনা,
একদিন যোগাযোগ বন্ধ হলেই যেন
ভেঙে যায় মনের ডানা।
স্বামী স্ত্রী থাকে ভিন্ন ভিন্ন দেশে
সন্তান সন্ততির সাথে হয়না প্রত্যক্ষ দেখা,
অনলাইনে এখন চাইলেই দেখা যায়
আগের মতো দরকার হয়না চিঠি লেখা।
ফেসবুক অনলাইনের যোগাযোগ থেকে
কখনো প্রেম থেকে গড়ায় বিয়ে,
কখনো প্রচুর দূরত্বের কারণে প্রেম হয়েও
ভেঙে যায় তীব্র অভিমান নিয়ে।
অনেক বন্ধুদের হারিয়ে ফেলেছিলাম
ভাবিনি আর কোনদিন যোগাযোগ হবে,
সেসব বন্ধুদের অনেকের সাথেই ফেসবুকে
যোগাযোগ হয়ে গেছে কবে।
ফেসবুক অনলাইনে এতো সুযোগ থাকলেও
আছে অনেক অনেক মন্দ দিক,
আমাদের সন্তানদের কাছে মিনতি জানাই
ভালোকে গ্রহণ করে মন্দকে জানাবে ধিক।
———————-
কলমে- তসলিমা হাসান
কানাডা,১১-০১-২০২৩