ফাঁকি
মোহাম্মদ মফিজ উদ্দিন ভূঁইয়া
ভাবছি জীবন পুরোটাই ফাঁকী
থেমে নেই তার ধান্দাবাজি।
জীবন বাঁচাতে জীবন সাজাতে
কর্ম করতেও মানুষ রাজি।।
ঘুমিয়ে আছি আর উঠব কিনা
মেলতে পারব কিনা আঁখি,
বলি এটা আমার ওটা আমার
মিছে দুনিয়ায় সবই মেকি।।
কর্মের সাধনা কর্মের বাসনা
এটাই মানুষের আসল পুঁজি,
পৃথিবীটা শুভঙ্করের ফাঁকী
স্রষ্টার দেওয়া বিধান খুঁজি।।
রঙের দুনিয়া রঙিন ফানুস
প্রতিযোগিতায় বুনি বাড়ি ঘর,
নাটাই হাতে যিনি ছাড়ছে সুতো
তিনি স্রষ্টা আজব কারিগর।।
জীবন শেষে এসে দেখি ভাই
হিসেব নিকেশ অনেক বাকি,
পুরো জীবনে যতটুকু করেছি
জীবনের পুরোটাই ফাঁকী।।
_____________________
অফিসার ইনচার্জ (ওসি)
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা লক্ষ্মীপুর
৪ Comments
চমৎকার লেখনি…..
আমি আপনার কবিতার একজন নিয়মিত পাঠক. অসম্ভব ভাল লিখেন আপনি.
আমি আপনার কবিতা পড়ি। অসম্ভব ভালো লেখেন আপনি। আশা করি আগামীতে আরও ভাল ভাল লেখা আমাদেরকে উপহার দিবেন।
বাস্তবধর্মী চমৎকার একটি কবিতা। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
বাংলাদেশের অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে কিছু লিখুন