প্রেম স্বরূপ
জেবুন্নেছা জেবু
নকল প্রেমে তোমায় করবে পুজিঁ
তেপান্তরে বালুচরের ফাদেঁ পড়ো না
অকারনে মরণ জীবন হবে হাহাকার…
তোমরা ভালোবাসায় হইও না কাতর,
বুঝে নিও এই সব প্রেমের কারিগর
মাঝ নদীতে তুমি হইও না বিভোর।
এই বিশ্ব প্রেম অভিনয় ভয়ংকর
তোমাদের মনকে রাখবে বাঁজী
করবে প্রেমের কারঁসাজি
সাবধান মরো না বিশ্বাসে ডুবো না
পারবে না ফিরতে আর তোমার ঘরে
হ্যা তোমাদের বলছি এড়িয়ে চলো
করবে তোমাদের জীবনের ভরাডুবি।
প্রেম বালুচর ধবংস করবে তোমার ঘর
জেনে শুনে তোমাদের বানাবে কবর
তার অভিনয়ে আর ডুবো না
মাঝ নদীতে ভুলে আর পড়ো না,
তোমাকে মূহুর্তেই করে দেবে পর।
অসহনীয় করে দেবে জীবন তোমার
প্রেম হলো মিথ্যা ভুলের বালুচর।
কোথাও নেই আর শুদ্ধতা
সুখ চাও তবে নিজেকে গড়ো
অন্যেতে কেবলই স্বার্থ
না বুঝে বৃন্দাবনে যেতে চেও না
সাময়িক প্রলোভনে পড়ো না
পুএ কন্যারা প্রেম স্বরূপে পড়ে
দিও না জীবন জলাঞ্জলী।।