২২০ বার পড়া হয়েছে
প্রশ্ন
জাহানারা বুলা।
আমার কোনো প্রেম নেই আদতে
একটা শূন্যতা অনুভূত হয় থেকে থেকে
এই শূন্যতাকেই প্রেমের মত উপলব্ধি করি আমি
প্রেম কি তবে শূন্য হৃদয়?
কখনো চোখের কোণ উছলে জল আসে
গড়িয়ে পড়ে গাল বেয়ে গলায়
তখনো ঠিক নিজেকে প্রেমিক মনে হয়
মনে হয় কে যেন কোথায় চলে গেছে কার কাছে
প্রেম কি অবিশ্বাস আর কান্না, হারিয়ে ফেলার উৎকন্ঠা?
মোবাইলটা হাতে নিয়ে বারবার ম্যাসেঞ্জারে চলে যাই
কার খবর বা আমাকে বার্তা লিখলো কি না বলে
কার অপেক্ষায় উচ্চকিয়ে থাকি
প্রেম কি অপেক্ষা?
আমি হয়তো প্রেমেই আছি-
শূন্য শূন্য, অপেক্ষা আর উৎকন্ঠা
অবিশ্বাসের এই যে দোদুল্যমান পেন্ডুলাম
এই দোলাচল প্রেম ছাড়া কে আর দিতে পারে?
১ Comment
congratulations