প্রতিবিম্ব প্রকাশ (সৃজনশীল লেখকের ঠিকানা)-এর লোগো চূড়ান্ত করা হয়েছে,
একইসাথে ‘প্রতিবিম্ব প্রকাশ’ সরকারিভাবে নিবন্ধিত প্রকাশনী হিসেবে প্রকাশনা শিল্পে পদচারণা শুরু করেছে।
সরকারি নিবন্ধন ছাড়াও প্রতিষ্ঠানটির আছে এক কর্মঠ ও দক্ষ কর্মীবাহিনী, যারা অতিদ্রুত ও মানসম্পন্ন বই উপহার দিতে সক্ষম। সাহিত্য নির্ভর দেশ-বিদেশের বরেণ্য লেখকদের এক বিশাল ক্যানভাস/মিলনমেলা ও সমৃদ্ধ নিজস্ব ওয়েবসাইট। যা সারা বিশ্বের নামি-দামি লেখকের লেখা প্রকাশ করে আসছে নিয়মিত।
যদিও এরইমধ্যে অনেকগুলো লিটলম্যাগ/ম্যাগাজিন প্রকাশিত হয়েছে অত্র প্রকাশনী থেকে। তবে সহযোগি হিসেবে কাজ করেছে বিভিন্ন প্রকাশনীর সাথে। আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। প্রবীণ লেখকদের পাশাপাশি নবীণ লেখকদের বই প্রকাশের সুযোগ দেয়া হবে বলে জানা যায় প্রকাশকের কাছ থেকে। সকল লেখক ও পাঠকদের নিরন্তর শুভেচ্ছা এবং প্রকাশনা শিল্পের উৎকর্ষসাধনে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়।
যেকোনো যোগাযোগ:
০১৭১৫৩৬৩০৭৯
khair.hrm@gmail.com
১ Comment
চমৎকার লগো ।