পৌরুষ
[ জগলুল হায়দার ]
আমরা পুরুষ যুগে যুগে
কদম কদম এই করি
জীবন গড়ায় লক্ষ্য ধরায়
শ্রমে ঘামে খেই করি।
আমরা পুরুষ ঘরে ঘরে
মন লাগিয়ে এই করি
বউ বাচ্চার খুশির জন্য
নিজের আল্লাদ নেই করি।
আমরা পুরুষ সারাজীবন
পথে ঘাটে এই করি
হক হালালি রুটিরুজির
মেহেনতে হেই করি।
আমরা পুরুষ খোদার কসম
পরিবারে এই করি
যা প্রয়োজন তা কামাতে
কর্মক্ষেত্রে সেই করি।
আমরা পুরুষ রাখতে সুখি
আপন কাঁধে এই করি
সব বিপদে সবার আগে
বুক চিতিয়ে ছেই করি।
——————————————————————————————————————–
[নারীর কল্যাণকর দিক নিয়া অনেক ছড়া লিখছি। আজ সকল নারীর (মা, স্ত্রী, কন্যা ও ভগ্নিদের) প্রতি যথাযথ সম্মানসহ পুরুষের কীর্তি নিয়া লিখলাম এই ছড়া।]
ছবি: (আন্তনেট)।
১ Comment
ভালো লেগেছে