নীল নক্সাতে
। ফয়জুর রহমান ।
স্যন্দিত দৃষ্টি যেখানে- শব্দরা প্রতিবন্ধি জ্ঞানে
চোখের জলে লিখ কিংবা আঁকো
থাকবে কোরা কাগজ মহাশূণ্য অভিযানে।
জাগছে জীবন জ্ঞান সাগরে সাঁতার ধাওয়া
কাগজ কলম যুদ্ধা’বিমান কাটছে ঘুড়ি।
সাফাই গাহে অনাথাশ্রম ধন্যা মায়ের তোয়া।
মগজ ধুলাই শেষ কথাটি জেনেছি উন্নাসিক
দৃষ্টিভ্রমি সৃষ্ট জগত অঙ্কনেতে ফাঁকা।
জীবন জনি চিরন্তনি আসবে যাবে ঔরসিক।
উদাসী নিশ্বাস ইন্ধন কুঁড়ে নৈতিক বিজ্ঞানে
নিযুত যোনিতে পৃথিবী ধ্বংসী পোকা।
শত জনমের নীল নক্সাতে অঙ্কিত সজ্ঞানে।
বেহেস্ত খোঁজিতে মাঠির নিচে খনির হিরক
শ্রমিকের ঘামে ঝলসে সোনার ঘড়ি।
যেখানে জীবন শোভা ধারণা ভবের ধারক।
কবিতা বিজ্ঞান করে উপচয় জগৎধাত্রী মাতা
কৃষ্ণগুহা নীল নক্সাতে ভাঙ্গা দালানকোটা ।
একটি জীবন জ্ঞানপ্রবচন অতি সংক্ষেপ বৃথা।
প্রলয় শুনছে শানুদেশ চৈতন উড়ে শাঁইশাঁই
ধর্য্যের সময় মানেনা রক্তের কোটা ।
নিশ্বাস ঘাটে নিবন্ধনী অপ্রকট সুর ঠাঁই-ঠাঁই
রচনা কাল–৩১/৭/২০২২ লন্ডন ।
১ Comment
congratulations