নিয়োগ বিজ্ঞপ্তি:
১) পদের নাম: লেটারিং আর্টিস্ট।
-বেতন ও অন্যান্য সুবিধাদি আলোচনা সাপেক্ষ।
২) পদের নাম: কভার ডিজাইনার/গ্রাফিক ডিজাইনার। ম্যাগাজিন ও বইয়ের মেকআপ সেটিং জানাআবশ্যক।
-বেতন ও অন্যান্য সুবিধাদি আলোচনা সাপেক্ষ।
৩) পদের নাম: প্রোব রিডার: ম্যাগাজিন ও বইয়ের বানান পরিবীক্ষণ/সংশোধনে অভিজ্ঞতাসম্পন্ন Probe Reader প্রয়োজন।
-বেতন ও অন্যান্য সুবিধাদি আলোচনা সাপেক্ষ।
প্রত্যকটি কভার থাকবে একেবারেই আলাদা। ইউনিক কভার/লেটারিং রাখতে
কভার ডিজাইনের সময় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব ইউনিক কভার ও লেটারিং একটার থেকে অন্যটা সূম্পর্ণ আলাদা হতে হবে। একই লেটারিং বা ফন্ট আমরা দ্বিতীয়বার / দ্বিতীয় কভারে না রাখার চেষ্টা করি। তাই তো, এই জিনিসটা যাতে পরবর্তীতে ব্যহত না হয় এজন্য কভার/গ্রাফিক ডিজাইনার এবং লেটারিং আর্টিস্টের প্রয়োজন আমাদের।
দ্রুত যোগাযোগ করুন ::
প্রতিবিম্ব প্রকাশ:
(সৃজনশীল লেখকের ঠিকানা)
অফিস: বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯
ইমেইল: khair.hrm@gmail.com
info@protibimboprokash.com
ওয়েব: https://protibimboprokash.com/
পেজ: https://www.facebook.com/protibimboprokash