নিন্দা
রানু গাজী
সাত | দশ | বাইশ
আমার অকস্মাৎ মৃত্যুর পরে –
তুমি নতুনভাবে আবিষ্কার করো সচ্চিদানন্দ!
নিন্দা প্রস্তাব গৃহীত হবে বলে চুপসে গিয়ে থমথমে হয়ো না গো!
আমাদের আশা গুলো বড্ড গাঢ় –
ঐ আশায় নতুন কিছু যোগযুক্ত করে বাসা বেঁধো!
ক্ষনিকের সুখের অবেলা তে সিক্ত হয়ো নতুনভাবে!
সাঝের বেলা তুমি সন্ধ্যা টুকু নিয়ে –
প্রদীপের আলোয় আলোকিত হয়ো পাশের মানুষের সাথে!
ওসব ছাড়ো সিঁদুর পরে নতুন একখানা
মুখের পানে চেয়ে আমায় খুঁজো না – প্রিয়তম!
তবে যে প্রতারক মিথ্যাচারের সাথে জড়িয়ে যাবে
তোমার আত্মা – আর আমি কখনো প্রত্যাশা করি না
তোমার ঐ সব নিন্দা ‘ র নন্দিত কথা!
তোমার তীরে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে দেখো আমায়,
খুঁজো আমায়- ডুবুডুবু সূর্যি মামার সঙ্গে
ডুবে যাবো তোমার চোখের ছোঁয়ায়!!
৩ Comments
দারুণ আবেগঘন উপস্থাপন।
চমৎকার।
শুভকামনা সারাক্ষণ।
খুব ভালো লাগলো। এক কথায় wonderful শুভকামনা
দারুন লিখেছেন