নাহি ভয়-বাঙালি পরিচয়
-সামসুদ্দোহা।
দুর্ভিসহ বোধগম্য আত্মপ্রবঞ্চনা
ভাষাভিত্তিক জাতি পরিচয়-মানুষ নিশ্চয়,
ধর্মীয় বিশ্বাস যাঁর ধর্ম তাঁর, তবুও
এত কেন ভয়! যুক্তির উদ্দেশ্য সঠিক নয়।
মাতৃভাষা বাংলা যে তাই বাঙালির
আত্মপ্রকাশের সুনির্দিষ্ট অভিধায়!
ওই পরিচয়ে বঙ্গোপসাগর পাড়ের
মোহনাবাসী আসমুদ্রহিমাচল
স্বাধীন সত্তার বিকশিত জাতি
বাঙালি পরিচয়ে মনের মুকুরে শীর্ষস্থানটি
স্বাধীন বিবেচ্য বিষয় শতাব্দীর অঙ্গনে
সত্য হয়ে করে বিচরণ-পুন্ডুবর্ধন, সমতট,
তাম্রলিপ্ত ও কর্ণসুবর্ণ,
সামগ্রিক পরিচিত গৌড়, এটাই বঙ্গদেশ-
সময়ের সন্ধিক্ষণে বাংলাদেশ!
বাঙালির জীবন যাত্রার ক্ষণকাল
অঙ্গ ভঙ্গের বাস্তবতার ভিত্তি অনুক্ষণ
বৃটিশ প্রভুত্বের কূটকৌশল!
পরাধীন ভারতের নেতৃত্বের বিভেদ দত্তক
সৃষ্টির বিচিত্র রূপকার অনুভব
রক্তের আঁখরে লেখা শেষাবধি বৃটিশ পার্লামেন্ট
“ভারতীয় স্বাধীনতা আইন”-পাস। -১৯৪৭, জুলাই ১৮।
বিভক্তি চূড়ান্ত!
পবিত্র ইসলামী ভূমির দাগ-খতিয়ান,
কানে বিড়ি-মুখে পান, হাতে নেই পাকিস্তান!
বাঙালি জাতিসত্তার ভাষা-সংস্কৃতি-সাহিত্য বর্জিত
পঙ্গু জনসমষ্টি করার কুমতলবপূর্ণ ঘোষণা –
”উর্দু এবং উর্দুই হবে রাষ্ট্র ভাষা”
স্তম্ভিত বাংলা ভাষাভাষী বাঙালি জাতি সত্তা!
স্বাধীনতার অঙ্কুর রোপিত হয় পূর্ব বঙ্গের মৃত্তিকায়
পাকিস্তানের জন্ম ইতিহাসে উদ্দেশ্য প্রশ্নের সম্মুখীন।
ধর্মের নামে অধর্মের সূতিকাগার-বৈষম্যের সমাহার,
ভোটাধিকার বঞ্চিত “মৌলিক গনতন্ত্র” এবং সামরিকতন্ত্র ছিল
ইসলামী রিপাবলিক অব পাকিস্তান
সৃষ্টির মূলমন্ত্র-ধর্ম ব্যবসার হাতিয়ার
শোষণ বঞ্চনা পীড়ন দমন- ইতিহাস করি স্মরণ!
সভ্যতার উপকার রাষ্ট্র অবৈধ শাসনের বিকৃতি–
পরিশেষে ত্রিশ লাখ শহীদের রক্তস্রোতে
এবং দুই লাখ মাতৃত্বের সতিত্ব হরণ কলঙ্কের তিলক সুদূর
অপরিনামদর্শী লুন্ঠন দস্যুতার অবর্ননীয় নজীর
ইতিহাস সৃষ্টির বাঙালি জাতি স্বত্বা নির্মুল
জেনোসাইড যুদ্ধাপরাধ!
প্রতিবাদ- প্রতিরোধে মুক্তিযুদ্ধ : মুক্তিযোদ্ধার যুদ্ধ,
ইতিহাসের চরম সত্য- জয় বাংলা শ্লোগানে মুখরিত।
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক ভিত্তি
মুক্তিযুদ্ধের মূলনীতি-সকল বৈষম্য অবসান,
সকল ধর্মের সমানাধিকার;
গনতন্ত্র-ভোটাধিকার- অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং
দুর্নীতি মুক্ত-জবাবদীহি মুলক স্বার্বভৌম সংসদ
প্রতিষ্ঠার জন্য সংস্কার সাধন অপরিহার্য শর্ত!
নির্বাচন- সংস্কার পারষ্পরিক সম্পর্কের মধুময় সম্পর্ক
জয় বাংলা। সশ্রদ্ধ স্মরণ- বঙ্গবন্ধু।
জয় মুক্তিযুদ্ধের চেতনা! জয় শহীদ স্মৃতি- আকাঙ্খা।
২০ ডিসেম্বর, ২০২৪