ভাবনার অন্তরালে
নাসিমা ইসলাম
২৯-১০-২০২১
জীবনের এই মনোহর সন্ধিক্ষণে,
ঘাত প্রতিঘাতে বারে বারে
হারিয়ে যাওয়া স্মৃতির বিস্মরণে
বিশ্বাস কে আঁকি সাদা ক্যানভাসে।
গভীর ভালোবাসার অপেক্ষায়,
অনন্ত হৃদয়ের গহীনে, তিতীক্ষায়
ভেঙে যাওয়া বিশ্বাসের নীলিমায়
ভাবনার অন্তরালে রাখি সুখ সাধনায়।
শিশির ভেজা প্রাতে রৌদ্র ঝলমলে,
এলো নতুন প্রস্ফুটিত সকাল
সমস্ত বুকের চাঁপা কান্না
আগলে রাখি সযতনে যত অভিমান।
কাদম্বিনী নীরবে কাঁদে,
নদীর গতি এঁকেবেঁকে চলে
ছুটে চলে মোহনায় সাগরের বুকে
নিলয় খুঁজি তাই সমুদ্রের কূলে।
নদী ও জীবন একই ধারায় চলে,
এই তার অর্জন চলে ধাবমান
সবুজ এ ধরায় জীবন ভরায়
দিবানিশি নিলয় সুধায় মন ও প্রাণ।
সুদীপ্ত , মনোহর,উজ্জ্বল প্রভাতে,
অন্তহীন জীবনের দুঃখ যাবে মিলিয়ে
শান্ত প্রকৃতি হবে উচ্ছল, নির্মল
হোক শূন্যতার নির্বাসন, হোক অন্তরের মিলন।