১২৪ বার পড়া হয়েছে
নস্টালজিক
জেবুন নাহার
কেন জানি কার কথা মনে পড়ে আজ,
নস্টালজিক আমি তারে স্মরি বারেবার।
ঘুরেফিরে কোন স্মৃতি খুঁজে ফিরি তার,
কে সেই সৌভাগ্যবান রাজা মহারাজ !
কোথায় যে ছিল তার জন্ম আদিবাস !
কোন রাজ্যের মুকুট ছিল তার মাথার পরে!
কত রাজা মন্ত্রীগণ থাকতো তাকে ঘিরে !
কোন পাহাড়ের চুড়ে ছিল তার স্বপ্ন বিলাস ।
চোখ ভরা ছিল তার সাগরের নীল ,
ভালোবাসা ছিল তার প্রকৃতির ছায়া।
ধনুক বাঁশি বাজাতো সে হয়ে বিমলিন
ঠোঁটে ছিল মিষ্টি হাসি গালে ছিল তিল
তেজো দীপ্ত সিংহের ন্যায়, হৃদয়ে মায়া।
পশু পাখি জীব প্রেম ছিল অন্তহীন ।
টরন্টো। কানাডা।