২০১ বার পড়া হয়েছে
নবীন জীবন
সাদিয়া আক্তার
আপন ছেদিয়া করিয়া রোদন,
তোমারে যদি করিগো আপন,
রহিবে না আর বিরহ বেদন,
ধন্য হবে গো আমার জীবন!
যৌবনের এই রঙীণ দিনে,
তোমার ছবিই আঁকছি মনে,
হৃদয় মাঝে সঙ্গোপনে ,
রাখবো তারে সযতনে।
তোমার জীবন সাথী হয়ে,
থাকি যেন প্রেম আলয়ে,
ভালোবাসার আগুন জ্বেলে,
মদির দুটি নয়ন মেলে।
প্রেমের যেন হয় না মরণ,
বাঁচিয়ে রেখো তা আজীবন,
স্বার্থের বলি না হই কভূ,
হে আমার জীবন প্রভূ।
প্রেমের এই ত্রিনয়নে
শোভনে অশোভনে,
তারুন্যের আবেদনে
মন চায় নিবেদনে।
প্রণয়ের এ স্রোতধারা
যেন তা না হয় হারা,
আছে যতো কামনারা,
তৃপ্ত যেন হয় গো তারা।