নগর জীবন
তসলিমা হাসান
এক অন্যরকম শহরের গল্প বলছি
যে শহরে হাওয়াতে টাকা উড়ে,ধূলো উড়ে,
প্রেমিকার খোলা চুল উড়ে।
ইট পাথরের এই শহরে রাত গভীর হলেই-
সব ক্লান্তি দূর হয়ে দু-চোখে নামে দুঃস্বপ্ন;
সৃষ্টি হয় বালিশ চাপা কিছু অনুভূতি,
মনের অজান্তেই খুব কবি হতে ইচ্ছে হয়।
মাটি,ঘাস,লতা পাতা ছাড়াই এই শহরে শুধু
ইট পাথরের দেয়াল।
চারিদিকে রং বেরঙের আলোর ঝলকানি,
সত্যি এ শহর বড়ই অদ্ভুত।
আমি নদীর মতো চিৎ হয়ে শুয়ে আকাশ দেখি
বাতাসে ভেসে বেড়ায় বন্ধুত্ব, প্রেম, রাজনীতি,
ঘৃণা, ক্ষোভ, কষ্ট ও অব্যক্ত গূঢ় অভিমান।
এখানে ভোর হয় অনেক দেরিতে।
তবুও মানুষের মধ্যে প্রচুর ক্লান্তি।
এই শহরের মানুষ রোগে মরে কম,
মনের অসুখে মরে ঢের বেশী!
হায় আফসোস!
এ শহর আমাকে কখনো চিনতে পারে নি,
আমিও পারি নি চিনতে এই শহরের অদ্ভুত রীতিনীতি ও মানুষগুলোকে।
সত্যি এ শহরে আমি বড় বেমানান।
হ্যাঁ! আমি আপনার শহরের কথাই বলছি!
_________________
তসলিমা হাসান
কানাডা: ১৯-০১-২০২৩
১ Comment
দারুন অভিব্যক্তি ।ধন্যবাদ কবি ।