১৯৫ বার পড়া হয়েছে
দেশটা এখন
-মোহাম্মদ ওয়াহিদুজ্জামান
দেশটা এখন চলছে কেমন
বলতে পারো কেউ ?
কারো চোখে সুরমা-আতর
কারো জলের ঢেউ !
কারো বুকে জ্বলছে আগুন
কারো চোখে পানি–
কেউ-বা আছে মহাসুখে
নেই তো পেরেসানি।
কারো আছে টাকার পাহাড়
হাজারকোটি টাকা,
কারো বা হয় জীবন-যাপন
গাছ তলাতে থাকা !
কেউ-বা মহা ক্ষমতাধর
ঊর্ধ্বে ধরা-ছোঁয়ার;
কেউ বনে যায় কিং-সম্রাট’
ভীষণ রকম গোয়াড়।
কারো আছে বাড়ি-গাড়ি,
কারো মোটেই নেই
কেউ বা দেখি রাজনীতিতে
লেজ পেঁচিয়ে সেই–
গোখরা সাপের লেজে লেজে
দেশটা ভরা আজ,
ভিন্ন মতের করলে তোষণ
পরবে মরণ-তাজ।
সত্য কথার তথ্য দিলে
জ্বলে কারো গা–
দেশটা এখন কেমন যেন
ভাবতে পারি না !