দূরত্ব
ময়নুল ইসলাম
তুমি বসে আছো অপরাজেয় বাংলায়,
আর –
আমি একটু থেমে হেঁটে গিয়েছি চলে !
বুঝে নিও, বসতে চেয়েছি পাশে !
তুমি মেতে আছো আড্ডায়, হাকিম চত্বরে;
আর-
কথা না বলে আমি আছি অন্যদিকে চেয়ে !
বুঝে নিও কথা আছে অ-নে-ক বুকের ভিতরে !
তুমি গাইছো গান মলচত্বরের উন্মুক্ত মঞ্চে;
আর-
বসে আছি আমি সাধারণ দর্শক সারিতে !
বুঝে নিও, সেই গানের কথাগুলো চরম মিথ্যে !
যদি থাকে তোমার অত্যধিক মনোযোগ ক্লাসে;
আর –
আমিও আছি একই ক্লাসরুমে ছাত্র হয়ে!
বুঝে নিও মাথায় খুন চেপেছে !
তুমি হাসছো-দুলছে তোমার ছিপছিপে দেহ;
আর –
নেই আমি ক্যাম্পাসে অথবা তোমার আশেপাশে-
বুঝে নিও বসন্তকাল হয়ে এসেছে খানিকটা ফিকে !
তুমি আছো টি. এস.সি.তে;
আর-
আমি লেকচার থিয়েটার, লাইব্রেরি অথবা কলাভবনে !
বুঝে নিও আমাদের দূরত্ব বাড়ছে !
তুমি হাঁটছো কার্জন হল, চারুকলায়, সোহরাওয়ার্দী উদ্যানে !
আর –
তোমার পথের কাঁটা সরিয়ে, আমি-
সবুজ ঘাস রোপনে ব্যস্ত না থাকলে,বুঝে নিও-
ইতোমধ্যে দুর্বাঘাস জন্মেছে একটি বিরহী শরীরে !