১৯৪ বার পড়া হয়েছে
দিনলিপি রোজ নামচা হয় না।
সুরমা খন্দকার।
এর চেয়ে ঢের দুঃখ নিয়ে মানুষ বাঁচে,
হয়তোবা সবাই শিখে যায়।
রপ্ত করে ফেলে।
অবাঞ্চিত সময় আর ব্যক্তিগত দিন লিপি রোজ নামছা হয়না।
দিন কাটে বিষণ্ণ স্রোতের মতন
উজানের খোঁজ নেই —
হাসি কান্নার সিন্দুকটা বুকের মধ্যে রেখেই মানুষ কিসের অপেক্ষায় দিন ভর হাঁটে,
রাত্রি যাপন করে।
আচমকা হয়তো নিশ্বাসের মতোন করে কাউকে খুঁজে পায়, হয়তোবা পায় ও না।
আশ্বাসে-বিশ্বাসে কুসুম কোমলে পুজার তুল্য ভাবে মোহের ইন্দ্রজালে।
হয়তোবা ভুলে থাকা জীবনে
বিচ্ছেদ ই ঘর বাঁধে বুকের পাটাতনে।
হয়তোবা এভাবেই থাকে,
এভাবেই আছে।
হয়তো এভাবেই বাঁচতে ভালোবাসে।
১ Comment
congratulations