১২৬ বার পড়া হয়েছে
দাম বেড়েছে
রিয়াজুল হক সাগর।
কিনতে গেলাম এই বাজারে
একটি সাধের পণ্য,
দাম শুনে হায় প্রাণটা যায়
জীবন আমার ধন্য।
আগে ছিলো সস্তা দামে
এখন ভীষণ চড়া
বড় বাবুর মন ভালো নেই
মনটা যে তাই কড়া।
বাজার দরে দাম বেড়েছে
বাড়তি টাকার খেল
হটাৎ করে পড়লো মাথায়
গাছের পাকাঁ বেল।
দামের চোটে বুক ফেটে যায়
মন টিকে না কাজে
অসৎপথে চিন্তা করে
কাজটা যে হায় বাজে।
১ Comment
congratulations