তোমার জন্য যত আয়োজন
পি, এন, এম, জীবউন নেছা (পারভীন নাহার)
মহিলা কলেজের শিক্ষক তাই
মেয়েদের কে পড়াই,
তাদের যতো অধিকার আছে
তা তাদের কে জানাই।
সামাজিক সমস্যা যখন পড়াই
অন্যান্য সমস্যার সাথে বাল্যবিবাহ,
যৌতুক ও মাদকাসক্তি কে তুলে ধরি ভাই।
অধিক জনসংখ্যা, বেকারত্ব ও অটিজম
আরো আছে অপুষ্টি ও জলবায়ুর পরিবর্তন।
নারী শিক্ষার কি প্রয়োজন?
নারীর ক্ষমতায়নই বা কি?
এটার আবার কি প্রয়োজন!
নারীর জন্য রাষ্ট্রের আছে কতো আয়োজন
সবই জানা অতীব প্রয়োজন।
আমাদের আছে নারী নীতি
চাকরি ক্ষেত্রে কোটা পদ্ধতি
নারীর অনুকূলে আছে অনেক আইন
সর্ব সাধারণ তা কি জানেন?
১৯৬১সালের মুসলিম পারিবারিক আইন
নির্ধারণ করে দিলো উত্তরাধিকার,
বাবার আগে মারা গেলে সন্তান
সম্পত্তিতে নাতি নাতনিদের সমান অধিকার।
বিবাহ রেজিস্ট্রি আর তালাকের বিধান
নির্ধারণ করেছে এই আইন।
নারী ও শিশু নির্যাতন দমন আইন
অভিযুক্ত হলে নেই কোন জামিন
আছে অনেক কঠিন শাস্তির বিধান
হও সবে আজি সাবধান!
যৌতুক একটি মারাত্মক সামাজিক ব্যাধি
বন্ধ হবে নিশ্চয় সবাই যদি থাকি রাজি।
নেবো না যৌতুক, হবো না ভিক্ষুক
কনের বাবারা সবাই হাসুক।
আমাদের আছে যৌতুক নিরোধ আইন
যৌতুক দিলে বা নিলে শাস্তি যে পাবেন।
শোন বলি, অল্প বয়সে বিয়ে করো যদি
হবে নিজের ক্ষতি দেশের ক্ষতি
জনসংখ্যা সমস্যা আরো বেড়ে যাবে
মারাত্মকভাবে স্বাস্থ্যহানি হবে
রক্তশূন্যতায় ভুগবে নারী
অল্প বয়সে ঘটবে জীবনহানি
আমাদের আছে বাল্যবিবাহ নিরোধ আইন
অভিভাবকগণ সচেতন হবেন।
২ Comments
অভিনন্দন
অভিনন্দন ও শুভকামনা রইল