৮৬ বার পড়া হয়েছে
তোমায় ভালোবাসি
এম. এ. মাসুদ মিঞা
তুমি সুন্দর, অপূর্ব সুন্দর,
শোন, নেচারালেই সুন্দর!
তুমি অকৃত্রিম অকৃপণ,
তুমি আমাদের সম্পদ।
তুমি আমাদের আদর্শ,
নারী জাতির অহংকার।
তুলনাহীনা, অতুলনীয়,
দেশ ও জাতির গর্বের।
তুমি এক উজ্জ্বল দৃষ্টান্ত,
তুমি সেরা, তুমি কিংবদন্তি।
তুমি এক ক্ষণজন্মা নারী,
তুমি রোকেয়ার উত্তর সূরী।
নারীকে করেছো মহিমান্বিত,
তুমি জগত সেরা নারী সত্তা।
তাই তো তোমায় ভালোবাসি,
অকৃত্রিম অকৃপণ ভালোবাসা।