৫৮ বার পড়া হয়েছে
তোমায় খুঁজি
রাহনামা শাব্বির চৌধুরী (মনি)
এই শহরে তুমি নাই জেনেও
তোমায় খুঁজি
পথে প্রান্তরে
জনতার ভিড়ে।
কে যেন ডাকছে আমায়
সুমধুর কন্ঠে
নিশ্বাসে পাই তোমার
প্রেমের গন্ধ।
চোখ ফেরালে যাও
চলে দূরে
নিজেকে বলি
সে তো আরেক শহরে।
নিজেকে দেখার চেতনায়
অন্য কোথাও অন্য কোনখানে
ভালোবাসার উদ্যানে।