তোমাতেই বসবাস
লাবণ্য সীমা
মোর আপনালয়ে তোমার নিত্য আসা যাওয়া,
বলতো?
কতটা ভালোবাসলে আগুন আমাকে স্পর্শ করবে না
কবির বোধে,
“যতটা ভালোবাসলে সন্ন্যাসী হওয়া,যায় ততটা”
এত জ্ঞান অর্জন করতে করতে তুমি সন্নাসীর পথ ধরো পথিক
তোমার ঠিকানা পেয়ে যাবে নিশ্চিত।
মন কে বলেছি, বন্ধ করো তোমার দ্বার
ভালোবাসাকে রূদ্ধশ্বাসে দম বন্ধ করে হত্যা করো!
তোমাকে ভালোবেসে, আমি আগুনের সাথে দ্বন্দ্ব , আর প্রতিহিংসার সাথে আপোষ করেছিলাম।
তাতে কোনও লাভ হলো না আমার।
তুমি আমার ভালোবাসাকে উপেক্ষিত করে
আমারই সহপাঠী করলে নিমন্ত্রণ ।
তোমার হৃদয়ে আমি ছবি হয়ে গেলাম কখন তা নিজেই জানতে পারলাম না।
আমি দাড়িয়ে রইলাম সে পথ দিয়ে তুমি চলে গেছো তার শেষ সীমানায়।
যাবার সময় বলে গেলে,
তুমি তো অন্য সবার মতো নও
তুমি হলে সবার চেয়ে আলাদা
তুমি আমার বিশেষ
আপনের চেয়েও আপন।
আজও কানে প্রতিধ্বনিত্ব হয় সেই বানী।
তাই আমি প্রতিটি মূহুর্তে সেই,
আমি সেই আপনত্ব কে আজও খুঁজে ফিরছি।
৩ Comments
Congratulations
বাহ্ সুন্দর।
ভালো লাগলো কবিতাটি।
আপনার আপনত্ব খোঁজার মাঝেই তো পরম শান্তি যদি ধরা গভীর অন্ধকারে একছটা বিজলী চমকের মত!!!