তোমাকে পেয়েছি বলে
নিল অপরাজিতা (বিউটি)
আমি স্বপ্ন খুঁজে পেয়েছি
তোমাকে পেয়েছি বলে,,
এখন রাতের নিদ্রা আমায় স্পর্শ করে না,
ভোরের আলো শিয়রে এসে দাড়িয়ে
কথা বলে না, অনেকদিন,
তুমি আছো বলে।।
তুমি আছো বলেই,
নিঃসঙ্গ রাতের তীব্র একাকিত্বের
বিরহ যন্ত্রণা অবসর দিয়েছে।।
তুমি আছো বলে,
জোনাকিরা আলো জ্বেলে
বাসর সাজিয়ে দিয়েছে
শাল- মহুয়ার বনে।।
তুমি সাথী হয়ে পাশে আছো বলে।।
শুধু তোমাকে পেয়েছি বলে —
ভোরের ঘাসের উপর জমে থাকা শিশির
ধুয়ে দিয়েছে মনের সব মলিনতা
আর দুর হয়ে গেছে—
নিরাশার রাহু গ্রাসে বন্দী
যতো মোর হতাশার অস্থিরতা।।
শুধু তোমাকে পেয়েছি বলে
আমি হারিয়ে যাই,
উদাস মনের ভাবনায়,,
আর নানা রঙে আঁকি ছবি
কল্পনার আলপনায়।।
তোমাকে পেয়েছি বলে–
অলসতায় ভরা ক্লান্ত দুপুর
শান্ত করিয়ে দেয়, আমার অবুঝ মনটাকে।।
“ঝরাপাতা” আমি জেগে উঠি
নবরূপে সবুজের হাতছানিতে।।
শুধু তোমাকে পেয়েছি বলে —
আজ নির্বিঘ্নে পাড়ি দিতে পারি
অথৈ সাগর,,তোমার হাতে রেখে হাত।
আর ভুলে গেছি সব–
হারিয়ে ছিলাম যা — না পাওয়ার ব্যথা ।।