৫৮ বার পড়া হয়েছে
তোফাজ্জল তুমি ক্ষমা কর
ফাতেমা জুঁই
কবিতার শব্দগুলো আজ বিক্ষুব্ধ
বুনো মেঘের ধাওয়ায় উদভ্রান্ত,
অন্যায় অবিচার আর সহিংসতায়
সামাজিক মূল্যবোধ বিভ্রান্ত।
হারিয়ে গেছে কবিতার পঙক্তিমালা
সাংঘর্ষিক যত শব্দ বানে,
আকুল হয়ে হাতড়ে বেড়াই কথামালা
আসবে কি আমার পানে?
দু’মুঠো ভাতের নেশায় সদা প্রস্তুত
টগবগে তরুণ জীবন,
হায়রে আবাল গর্দব জাতি
জীবন কেন করলি হরণ?
কোনোদিন কি উন্মুক্ত হবে
বিবেক বোধের দ্বার?
নির্লজ্জতা আজ পাহাড়সম
কে নেবে দায় ভার?
লিখতে গিয়ে হাজার বার
ফুরায় কলমের কালি,
তোফাজ্জল তুমি ক্ষমা কর
মানুষ নই মোরা যে বাঙালি।