২২৬ বার পড়া হয়েছে
তুমিহীন শহর।
সুরমা খন্দকার।
তোমাকে পাওয়ার তৃষ্ণা আমায় আর উদভ্রান্ত করে না।
বুকের সীমানায় তোমার আর দখলদারি নেই।
তোমাকে ছুঁতে পারার কোনো গ্লানি আর কাতর করে না আমায়।
তোমাকে বলার জন্য আর কোনো কথা নেই।
কাউকে জিজ্ঞেস করি না।
ঠিকানা খুঁজি না তোমার।
শব্দদের আমি বুঝিয়ে বলেছি তারা আর তোমায় নিয়ে লুকোচুরি খেলে না।
এলোমেলো অক্ষরে রাখে না খাতার পাতায়।
হঠাৎ কোনো মোচড় হয় না বুকের ভিতর।
ভুল করে কাউকেও ডাকি না তোমায় ভেবে।
সকালে উঠে ভাবি না আর আজকের দিন শুভ হোক।
রোজ ভাবি এ শহর ছেড়ে,
এ পৃথিবী ছেড়ে গেলে হয়তো
আমার একটা তুমিহীন শহর হবে।।
১ Comment
very good job; congratulations.