তিন নম্বর বিপথ সংকেত
শেখর সিরাজ।
আমি এখন তিন নম্বর বিপথ সংকেতের উপর দিয়ে যাচ্ছি।
আসন্নবর্তী ঝড়ের জন্য আমার নেই কোনো পূর্ব প্রস্তুতি।
খাদ্য তহবিলে নেই কোনো জাতীয়তাবাদী ভলান্টিয়ার।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উদ্ধারে নেই কোনো ফায়ার বিগ্রেড,
সংস্কৃতি কর্মী, প্রগতিশীল নেতা।
কবি, সাংবাদিক, বুদ্ধিজীবি সকলের মুখ শিয়ালের কাছে অগ্রীম বন্ধক রাখা।
ভোট বানিজ্যে বিপন্ন সংস্কৃতি, নৃতাত্বিক পরিচয়, স্বাধীনতা।
প্রিয় স্বদেশ,
প্রিয় সংঘামিত্রা তোমার চিঠিতে ট্রেনের হুইশেল বাজানোর বদলে সাইরেন বাজিয়ে ছিলাম।
জলের তোরণ আমার নাক অবধি ডুবে গেছে।
আমার শ্বাস নেওয়ার মতো দম এখন বিপদসীমা অতিক্রম করছে।
জলের তোরণে আমার সলিল সমাধি হওয়ার মানে বোঝো?
তলিয়ে যাবে আমার লিখিত সভ্যতার স্মারক, বাহাত্তরের ধূসর পান্ডুলিপি, বায়ান্নর ভাষা শহীদদের নাম,
কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়।
স্মৃতি হাতড়ে খুঁজে পাবে না কোথাও তোমার বীর মুক্তিযোদ্ধা পিতার নাম, জাতীয় স্মৃতিসৌধ।
ইতিহাস বদলে যাবে, বদলে যাবে দেশের নাম, জাতীয় সংগীত, সংবিধান।
স্বপ্ন ও ভবিষ্যৎ।
আসছে ফাল্গুনে তোমার কপালে লাল টিপ থাকবে না,
থাকবে না লাল পাড়ের সাদা শাড়ি।
তোমার লাল শাড়ি, লাল টিপের বিরুদ্ধে চলছে গভীর মনস্তাত্ত্বিক ষড়যন্ত্র।
রমনার বটমূলে বসবে না ছায়ানটের বর্ষবরণের গান, আসছে বসন্তে পাখিদের প্রজনন কাল,
কিন্তু তোমার সাথে আমার আর নীড়ে ফেরা হবে না।
হোম মিনিস্ট্রি”র ক্যাবিনেট সচিবের কাছে এক ফালি পূর্নিমা জোছনা আলোর বিনিময়ে বর চেয়েছিলাম,
আমার দেহাতি উঠোনে সংস্কৃতির লঙ্গরখানার অনুমোদন।
নজরুল বিপন্ন, রবীন্দ্রনাথ বিপন্ন, লালনের বাউলের দেশে গোটা বাঙালি আজ বিপন্ন।
তিন নম্বর বিপথ সংকেত শুধু আবহাওয়ার পূর্বাভাস নয়,
জাতীয়তাবাদী বিপ্লবী চেতনার পূর্বাভাস, মশাল মিছিলের পূর্বাভাস।
জলের তোরণে ভেসে যাবে কবি, সাংবাদিক, বুদ্ধিজীবী আর গবাদিপশু।
নিরাপদ থাকবে না আতর বনিক ব্যবসায়ী।
সংস্কৃতি বিপ্লবে বাঁধ নির্মাণে তুমি আমার সহযোগী হবে প্রিয় সংঘামিত্রা, প্রিয় স্বদেশ।
তোমার শরীরের দেয়ালে দেয়ালে এঁকে দিবো গ্রাফিতি, বিপ্লবী প্রয়াণ দিবস।
১ Comment
congratulations