Share Facebook Twitter LinkedIn Pinterest Email ২৫১ বার পড়া হয়েছেডুমুর ফুল [ খায়রুল ইসলাম মামুন ] আওয়াজ শোননি বলে ভেবো না – আমার এ হৃদয় কখনো ভাঙেনি। গড়াতে দেখনি বলে মনে কর না- আমার দুচোখে জল নেই। সব জল গড়ায় না, কিছু কিছু ভাঙন হয় নিরবেই।
জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক সরকারি অনুদানে দেশের বিভিন্ন পাঠাগারে বিতরণের জন্য প্রতিবিম্ব প্রকাশের নির্বাচিত বইসমূহ: