ভাবছো তুমি
ঝুমঝুম অগ্নিশিখা
ভাবছো তুমি…
ভাবছো তোমায় ভুলে গেছি
দেখছি না আর স্বপ্নে তোমায়
ভাবছি না আর তোমার কথা
কোথাও তোমায় খুঁজি না…
তুমিও যে রোজ সকাল বিকাল
আমার উপর নজর রাখো
চুপি চুপি আমায় দ্যাখো
ভাবছো আমি বুঝি না?
তুমি যখন ব্যাকুল হয়ে
নাকের উপর চশমা এঁটে
খোঁজো আমায় এদিক ওদিক
না পেয়ে হয় মনটা ভারী…
তখন তুমি তুফান তোলো
কুঁচকে ভুরু, ফুলিয়ে নাক
মনে জমে রাগের পাহাড়
সবই আমি বুঝতে পারি…
পায়ের উপর পা তুলে আর
হাতটি তুলে মাথার উপর
শুয়ে যখন আমায় ভাবো
যাতে আমি টের না পাই…
মনে মনেই ডাকো আমায়
ফিসফিসিয়ে নাম টি ধরে
বোঝো না কি কিছুই তুমি?
তখন আমি বিষম যে খাই…
যতই তুমি রাগটি দ্যাখাও
মনে মনে গাল দিয়ে যাও
সবার কাছে বলে বেড়াও
খুব খারাপ আর বাজে আমি…
তবুও জানি একা ঘরে
আমায় ভাবো উদাস মনে
ভালো, খারাপ যেমনই হই
ছিলাম তোমার-সবচেয়ে দামি…
আমার কবিতা …..
নতুন সূর্য উঠেছে আমার
মনের গগনে
কী খুশি এলো যে প্রাণেতে আবার
এ শুভ লগনে….
যত ছিল ব্যাথা মনের মাঝারে
যত ছিল ভয়
তুমি এসে শুধু বুঝিয়ে দিয়েছো
জীবনেরই জয়….
কেটেছিল যবে বহু যাতনায়
বিনিদ্র রাত
তবে তুমি এসে রাখলে যে হাতে
ভরসারই হাত….
নিভে যাওয়া দীপে জ্বেলেছো
যতনে আশার আলো
ভেঙ্গে যাওয়া মন আপন করেছো
বেসেছো ভালো….
যে চলে যায়, যেতে দাও তারে
ডেকোনা ফিরে
বলেছো আমায় চুপিসারে তুমি
রেখেছো ঘিরে….
তোমার স্রোতেই চলবে আমার
জীবন বয়ে
থাকবে তুমি যে ভালোবাসা মনে
কবিতা হয়ে…..
অগ্নিশিখা (ঝুমঝুম ব্যানার্জী ), কলকাতা
১ Comment
very good job; congratulations.