ঝাল ছড়াচর্চা কেন্দ্রের বর্ষাকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত:
বিশেষ প্রতিনিধি, ঢাকা:
গাঙচিল ফিচার সার্ভিস
গতকাল ১৮-০৭-২০২৩, উত্তরা ইউরেকা স্কুলের ফিজু মাল্টিকন অডিটোরিয়ামে আজ সন্ধ্যায় ঝাল ছড়াচর্চা কেন্দ্রের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবি ও কথাসাহিত্যিক মফিদা আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কবি আখম সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার নেতা আলহাজ্ব ড. শরীফ সাকি, কথা সাহিত্যিক বাদল মেহেদী ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ, গাঙচিল টিভির প্রতিষ্ঠাতা মুক্তি যুদ্ধের চলচ্চিত্র পরিচালক কথা সাহিত্যিক অধ্যক্ষ খান আখতার হোসেন। ভারতীয় অতিথি ছিলেন আত্মজন পত্রিকার সম্পাদক আবদুল কাইয়ুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝাল সংগঠনের প্রতিষ্ঠাতা শিল্পী নুরুজ্জামান ফিরোজ।
অনুষ্ঠানে বক্তব্য ও কবিতা পাঠ করেন ভিন্নমাত্রা প্রকাশনীর প্রধান নির্বাহী মুহাম্মদ মাসুম বিল্লাহ, সাভারের কবি আবু জাহিদ মোল্লা, রংপুরের কবি হাই হাফিজ, গাঙচিলের কেন্দ্রীয় কমিটির কো চেয়ারম্যান বিজয় সম্পাদক মনজু খন্দকার, গাঙচিলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হারুনুর রশীদ, কবি আবু হানিফ জাকারিয়া, গাঙচিলের উত্তরা শাখার সহ সভাপতি মোঃ নুরুল হক, জনপ্রিয় উপস্থাপক মঞ্জুর হোসেন ইশা, গাঙচিলের জীবন সদস্য মাওলানা আশরাফুল ইসলাম, কবি শামীমা শাহনুর, কবি শামীম মিয়া, কবি ফাতেমা সাইফুল বীনু, কবি এম এ আলীম, কবি সাইফ সাদী, কবি মাসুমা টুকটুক, কবি হাসান পারভেজ, কবি আসাদুল্লাহ মুক্তার, কবি নূর দিয়াস পলাশ, কবি সুমাইয়া আখতার প্রমুখ।
অধ্যক্ষ খান আখতার হোসেন লেখকদের কল্যাণ ও নিরাপত্তার জন্য সাহিত্য মন্ত্রণালয় গঠনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।