১৭৫ বার পড়া হয়েছে
জানা অজানা কথা
ইফফাত জাহান চৌধুরী
জানা অজানা কত কথা
মনের অজান্তে দেয় ব্যথা
বুঝেও বুঝ না তুমি
আর কত
অবহেলিত হব আমি
মনের ঘরে দুঃখগুলো
যত্ন করে পুষে রাখি
এখন মন পাঁজরেও
করে শুধু ঠেলাঠেলি
নীরবে নিস্তব্দে সইতে সইতে
বুকভরা কষ্ট নিয়ে বেঁচে আছি
কাউকেই বুঝতে দিই না
বুক পাঁজরের যন্ত্রণাগুলো