১৫৮ বার পড়া হয়েছে
ছন্দ পতন
[ পারভীন আকতার ]
জীবনের সুখগুলো এক কোণে রেখে,
দুঃখের সরব নদী বয়ে যায় অন্যদিকে বেঁকে।
তিরিশের আগে যে ভাবনা হৃদয়ে আঁকা ছিল,
আজি তা যাতনায় ভরা শোক এনে দিল।
পান্থপথে বারবার তাকাই কোথা সে পথিক!
অঙ্গে রূপে ক্ষুধার রাজ্যে চায় না এদিকসেদিক।
তালগোল পাকিয়ে চলে যায় সে নিজ ভূবনে,
পেছনের জন অবাক তারই দৃশ্য অবলোকনে।
ভালোবাসা পাওয়ার লোভ সামলানো কঠিন,
একটু যত্ন নেয়ার আকুতি বড়ই যাদুকরী সমীচীন।
পথে ফেলে যায় সে যে কিসের নেশার ঘুরে ডাকে,
ফের চলে যায় ব্যস্ত নগরে ভুলে বেমালুম তাকে।
জীবনের ছন্দ পতন এমনি ক্ষুদ্র বিশ্বাস জলে যায়,
বোবা কান্না পরশ বুলায় তব রাঙ্গা হিয়া ভিজে যায়।
কোথাও নেই ভালোবাসা; সবই যেন নকল হীরে,
ছন্দপতন হয়ে গেলে পাখি ফিরে আপন নীড়ে।
মানুষের জীবন প্রেম মুখরে অঙ্কুর বাঁধে স্বপ্ন,
ভালো থাকার আশ্বাস যেন হয় না তব বিপন্ন।
হৃদয় আবেগের দাম কি কভু দিতে পারে কেউ?
ছন্দপতন হলেও আসে ফের ভালোবাসার টেউ।
১ Comment
সুন্দর লিখেছেন ছন্দ পতন কবিতাটি। বেশ ভালো লাগল।