১০৮ বার পড়া হয়েছে
গাছ লাগাও
আদিত্য রঞ্জন মন্ডল
পাথরেতে জল ঢালছো ঢালো
একটু ঢালো না গাছে
তোমার আমার সব প্রাণিদের
জীবনটা যদি বাঁচে।
দিন চলে যায় হুহু ক’রে বাড়ে
মানুষ এ দুনিয়ায়
গাছ কেটে সেথা বসতি উঠছে
বেঁচে থাকা হবে দায়!
শীতটা দেখি যেতে না যেতেই
পুড়ে খাক ধরাতল
আমাদেরই ভুলে সূর্য ঝরায়
অবিরত রোষানল।
একটা গাছ যদি কাটো তবে
লাগিয়ে দাও না দুটি
ওরা ঠিক দেবে তোমারে কিছু
হয়তো বা ভাত রুটি।
ছোটো বড়ো যত সবুজ গাছে
বিলায় অক্সিজেন
অকারণে কেন কাটিয়া বিপদ
বন্ধুরা বাড়াবেন?
জায়গা না পাও টবে টবে গাছ
দাও না লাগিয়ে সবে
ওরা যে সবাই প্রাণ বায়ু দেবে
সকলেরই ভালো হবে।
_____________
জাফরপুর,
09/03/2024