গল্প হবো
(দিলশাদ জাহান খান)
কোন একদিন হয়তো আমি গল্প হয়ে যাবো,
যে গল্প তোমরা শুনাবে আরো হাজারো জনে।
নাকি কেউ জানবে না কোন কিছু তুমি ছাড়া,
একাকী কোন শ্রাবণ দিনে পড়বে আমায় মনে।
হয়তো আমার গল্প আসবে কোন পত্রিকার
প্রথম পাতায়, হয়ে নিখোঁজ কোন বিজ্ঞপ্তি।
হাসি আনন্দে কেটে যাওয়া সোনালী সময়গুলি
রয়ে যাবে নিখোঁজ হওয়া গল্পের কিছু প্রাপ্তি।
নাহ্ আমি গল্প হবো নন্দিত কোন কর্মের,
মহা জনারণ্যে চর্চিত হবে মুখে মুখে গল্প আমার।
শুনে ভাববে সবাই তখন, কেন হয়নি জীবন
তার মতো, নন্দিত কাননে ফুলের সমাহার।
জন্মে সবাই অতি সাধারণ, কর্মে গড়ে জীবন
মন্দ সব পাশ কাটিয়ে, উদ্ভাসিত হয় সত্য আলো।
আমি গল্প লিখি, গল্পে বাঁচি,গল্পে সাজাই জীবন
সত্যের গান গেয়ে করি দূর আঁধারের কালো।
১ Comment
Congratulations