৮১ বার পড়া হয়েছে
ক্ষণেক গেলে শেষ
আয়াজ আহমদ মাঝারভূঁইয়া
হাইলাকান্দি, আসাম।
হজরত আলীর উওরসুরী
মুক্তিকামী বীর,
কৈ রে তোরা ঝড়ের বেগে
গাজার বুকে ফির,
মুক্তিকামী বীর।
মরলে শহীদ জিতলে গাজী
আয়রে সবাই আয়,
শত্রু দেখে কররে গুলি
মাথার খুলি-টায়।
আয়রে সবাই আয়।
দেখ না ফিরে আক্বসা ঘরে
বন্দুক হাতে ঘুরে,
দাজ্জালের ঐ দোসর আজি
আমায় জেলে পুরে।
বন্দুক হাতে ঘুরে।
নিরপরাধ মানুষ মেরে
তকমা সেঁটে দেয়,
গণতন্ত্রের ভদ্রসমাজ
মিথ্যা মেনে নেয়।
তকমা সেঁটে দেয়।
আর না ভাই অনেক গেছে
ক্ষণেক গেলে শেষ,
বাঁচা এসে সকল এসে
বিশ্ব-ভুবন, দেশ।
ক্ষণেক গেলে শেষ।