১৬৪ বার পড়া হয়েছে
অন্ত্যমিল
কানিজ ফাতেমা
যতই তোমরা জ্বালবে আগুন
রুদ্ধ করবে দ্বার,
অকূল পাথারে অথৈ সাগরে
খুঁজে নেব আমি পার।
তোমরা আমায় তুচ্ছ জ্ঞানে
যতই ফেলবে ছুঁড়ে,
মেঘ হয়ে উড়বো আমি
অসীম আকাশ জুড়ে।
যতই তোমরা বিদ্ধ করবে
বিষের বাক্য বান,
ফনিক্স হয়ে বক্ষ পেতে
অনল করবো পান।
যদি কালো রাতের অশুভ ছায়া
প্রাণকে করে বিদ্ধ,
নব নব রূপে জন্ম নেব
আমি যে অনিরুদ্ধ।
আমি মায়া হবো ঘুর্ণিবাতে
অসীম জীবন ভাসিয়ে নেবো,
লক্ষ কোটি হৃদয় ছোঁবো
জীবনের মাঝে বিলীন হবো।
আমি স্বপ্ন নীল শঙ্খচিল
হাওয়ায় ভাসি অনাবিল,
নানান রূপে জীবন দেখি
খুঁজো না আমার অন্ত্যমিল।